নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকোল সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে। এ ঘটনায় ভূক্তভোগী স্কুলছাত্রীর মা আজ মঙ্গলবার (২৫ জুন) বাদি হয়ে মামলাটি দায়ের করেছে।
পুলিশ ওই মামলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পার্বতীপুর উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের আসাদুল হকের ছেলে রিপন বাবুকে (১৯) গ্রেপ্তার করেছে। মামলা সূত্রে জানা যায় গতকাল সোমবার দিনগত রাত প্রায় ৩ টার দিকে ধর্ষক রিপন বাবু স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় স্কুলছাত্রীর চিৎকারে মামলার সাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষককে আটক করে। এ বিষয়ে স্কুলছাত্রীর মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় ধর্ষক রিপন বাবুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুস ছাত্তার জানান, আজ মঙ্গলবার (২৫ জুন) ধর্ষককে আদালতে সোপর্দসহ ভূক্তভোগী স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।