ভিডিও

পলাশবাড়ী পৌরসভায় ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ১০:৩৪ রাত
আপডেট: জুন ২৫, ২০২৪, ১০:৩৪ রাত
আমাদেরকে ফলো করুন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরে ৬৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

তিনি ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত উল্লেখিত অংকের বাজেট তুলে ধরেন। বাজেটে পলাশবাড়ী পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নতকরণের গুরুত্বের সাথে তুলে ধরেন।

এছাড়া পৌর ভবন নির্মাণ, বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ, পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ ৩০ কি.মি. রাস্তা পাকাকরণ, ৫শ’টি সোলারবাতি স্থাপন, ১০ কি.মি. রাস্তা সংস্কার, ১৫ কি.মি. দূরত্বের ড্রেনেজ নির্মাণ, পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ, পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, সামাজিক বনায়নের মাধ্যমে বৃক্ষরোপণ এবং সর্বোপরি এ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় উন্নতিকরণ পরিকল্পনার বিষয়টি তিনি বাজেট ঘোষণায় উল্লেখ করেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মো. মর্তুজা এলাহী, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিমল মিত্র, পৌরসভার কাউন্সিলর প্যানেল মেয়র আব্দুস সোবহান মন্ডল, কাউন্সিলর প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ, কাউন্সিলর প্যানেল মেয়র মোছা. শাহীনুর বেগম, কাউন্সিলর মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, লিটন মিয়া প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS