বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলায় বুধবার সকালে যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের এক সদস্যের মরদেহ বাকলাই এলাকা থেকে উদ্ধারের তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল করিম বলেন, সকালে বাকলাই এলাকা থেকে আমরা লাশটি উদ্ধার করেছি।
নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও পুলিশের এই কর্মকর্তা বলেন, তার বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে হবে।
এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন, বুধবার সকাল থেকে থানচি উপজেলার সিংত্লাংপি এবং তাজিংডং পাহাড়ে যৌথ বাহিনীন চালাচ্ছে হচ্ছে। অভিযান শেষে অজ্ঞাতনামা এক লাশ পাওয়া গেছে।
অভিযানের সময় সেনাবিহনীর দুইজন পোর্টার মাইন বিস্ফোরণে আহত হয়েছেন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
অভিযান চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।