চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে লরির ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সালাহ উদ্দিন বলেন, মালবোঝাই একটি লরির ধাক্কায় উত্তরা পরিবহনের একটি বাস দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন কলেজের শিক্ষার্থীও রয়েছেন। তারা কলেজ শেষে উত্তরা বাসযোগে বাড়ি ফিরছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।