কিশোরগঞ্জ প্রতিনিধি : ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন আলমগীর হোসেন নামে এক যুবক। এতেই বাধে বিপত্তি। কিশোরগঞ্জের তিন উপজেলায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। তবে দেড় ঘণ্টার চেষ্টায় টাওয়ার থেকে যুবককে উদ্ধারের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে ঘটে এ ঘটনা। আলমগীর হোসেন ইটনা উপজেলার এলেংজুরী ইউনিয়নের মনজিল মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া এই যুবক মানসিক ভারসাম্যহীন।
জানা গেছে, সকালে সবার অজান্তে বাড়ির সামনের হাওর সাঁতরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন আলমগীর। স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে জানালে তারা বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়। এ ঘটনার খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে অভিযানে নামে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাকে বৈদ্যুতিক টাওয়ারের চূড়া থেকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ইটনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুশফিকুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।