পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুবর্ণা আক্তার বর্ষা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মল্লিকপুর সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, মল্লিকপুর সরকারপাড়া গ্রামের মো. বক্কর এর শিশু কন্যা সুবর্ণা আক্তার বর্ষা সকালে থেকে নিখোঁজ ছিল।
অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরের পানিতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা বর্ষাকে উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হয় খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশুটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।