ভিডিও

গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুরক্ষা বাঁধে ধস

প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ১১:০৮ রাত
আপডেট: জুন ২৬, ২০২৪, ১১:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের গঙ্গাচড়া তিস্তা নদীর ওপর নির্মিত গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা ৯শ’ মিটার বাঁধের প্রায় ৪০ মিটার জায়গার ব্লক ধসে গিয়ে স্থানটিতে প্রায় ৫০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে।

এতে করে ভাঙন হুমকিতে রয়েছে লালমনিরহাটের কাকিনা ও রংপুর অঞ্চলের যোগাযোগ সড়কসহ বাঁধের ধারে বসবাসকৃত তিন গ্রামের প্রায় ১৫০০ পরিবার, ক্ষতি হতে পারে সেতুটিরও।

জানা গেছে, রংপুরের সাথে লালমনিরহাটের যোগাযোগ সহজ করতে ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বা এলজিইডি ১২১ কোটি টাকা ব্যয়ে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুটি নির্মাণ করে। যা তিস্তার ওপর দ্বিতীয় সেতু।

স্থানীয়রা জানান, সেতুরক্ষা বাঁধটি গতবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কোন ব্যবস্থা নেয়নি বাঁধ রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ। তাই এবার নদীতে পানি আসা মাত্রই সেতুরক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার জায়গার ব্লক ধসে গিয়ে স্থানটিতে প্রায় ৫০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, নদীর পানি কমে গেলেও তীব্র স্রোত সরাসরি এসে আঘাত হানছে বাঁধের গায়ে। এতে করে নিচের অংশের মাটি ভেসে গিয়ে ধসে পড়ছে ব্লকগুলো। প্রতিনিয়ত একটু একটু করে নিচে নেমে যাচ্ছে বাকী ব্লকগুলোও।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে সংস্কারের আশ্বাস দিয়েছেন এলজিইডির রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তবে এ সংস্কার কাজ কবে শুরু করবে এবিষয় কিছু বলেননি তিনি।

তিস্তার তীরবর্তী এলাকার বাসিন্দা মোন্নাফ মিয়া বলেন, এর আগে গত বছর যখন বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা এখানকার স্থানীয় প্রতিনিধিদের বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এবার যেভাবে পানি এসে বাঁধটিতে সরাসরি আঘাত হানছে তাতে উজানে আর একটু বৃষ্টি হলেই এই বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তাহলে পানি এসে সরাসরি আঘাত হানবে লালমনিরহাট-রংপুর সড়কে। যদি সড়কটি ভেঙে যায় তাহলে লালমনিরহাটের প্রায় ৩০ লাখ মানুষের সাথে রংপুর শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং বাঁধের পাশে থাকা শংকরদহসহ তিনটি গ্রামের প্রায় ১৫০০ পরিবার ভাঙন হুমকিতে পড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেতু ও সড়কটি রক্ষার জন্য বাঁধ সংস্কারের কাজ করতে হবে।

গঙ্গাচড়া উপজেলা নিবাহী অফিসার নাহিদ তামান্না জানান, শেখ হাসিনা সেতুর পশ্চিম অংশের সেতুরক্ষা বাঁধটিতে ভাঙন শুরু হয়েছে। আমরা ভাঙনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করছি তারা দ্রুত ধসে যাওয়া রোধে কাজ শুরু করবে।

এ বিষয় রংপুর বিভাগের এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী লুৎফর রহমান বলেন, আমি এখানকার সেতুরক্ষা বাঁধ ধসে যাওয়ার বিষয়টি গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলীকে বলেছি রংপুর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিতভাবে জানাতে। তারপর সেটা ঢাকায় পাঠাবে। সেখান থেকে এক্সপার্টরা এসে ডিজাইন করে কাজ করবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS