বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ দুই শিশু। পরে পুকুরে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করা হয়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ঘটনাটি ঘটেছে।
উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান।
মৃতরা হলেন-ওই বাড়ির শাহ পরানের ছেলে ওমর ফারুক (৬) ও একই বাড়ির জুয়েল আহমেদের ছেলে জিহাদ হোসেন মানিক (৫)।
নিহতদের পরিবারের বরাতে সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন বলেন, “ফারুক ও মানিক বিকালে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। রাত ৮টা পর্যন্ত এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না মেলায় বাড়ির লোকজন পুকুরে জাল ফেলে।
“প্রায় আধা ঘণ্টা পরে একই জালে দুই শিশুর লাশ আটকে যায়। এর পরপরই তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।"
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা বলেন, “হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই ওই শিশুরা মারা গেছে।”
পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হবে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।