বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে বনের জায়গা পুনরুদ্ধারের জন্য বন বিভাগের অভিযান চলাকালে অবৈধ দখলদারদের হামলায় দুই বন কর্মকর্তা আহত হয়েছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বদরগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর এলাকার খৈদাপাড়ায় এঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে ওই এলাকায় ৫ হেক্টর (প্রায় সাড়ে ১২ বিঘা) জমিতে বনবিভাগ আকাশমনি কাঠের চারা রোপণ করে।
কিন্তু ওই জমি নিজেদের দাবি করে রাতের আঁধারে তা নষ্ট করেন খৈদাপাড়ার শাখাওয়াৎসহ ৫ জন। পরে তারা ওই জমিতে আমের চারা রোপণ করেন।
একারণে বন বিভাগ জমি পুনরুদ্ধারে বৃহস্পতিবার ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর রেঞ্জ কর্মকর্তা রুহুল আমিন। তাকে সহযোগিতা করেন সদ্য যোগদানকৃত রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসেন, বিট কর্মকর্তা শরিফুল ইসলাম, সদর বিট কর্মকর্তা জেহেসান আলী, লোহানীপাড়া বিট কর্মকর্তা মোর্শেদ আলম, বাংলো চৌকিদার কামরুজ্জমান ও নূর আলম।
এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে শাখাওয়াতের নেতৃত্বে অন্যরা ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বন কর্মকর্তাদের ওপর হামলা চালান। এতে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হন মিঠাপুকুর রেঞ্জ কর্মকর্তা রুহুল আমিন ও বিট কর্মকর্তা শরিফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজনের সহযোগিতায় বনবিভাগ তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে লোহানীপাড়া বিট কর্মকর্তা মোর্শেদ আলম বাদি হয়ে বদরগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবীর বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।