সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর ক্রীড়া প্রতিযোগিতায় একশ’ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক, সনদপত্র ও ত্রিশ হাজার টাকার চেক গ্রহণ করেছে নীলফামারীর সৈয়দপুরে মো. আকাশ।
সে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। গত বৃহস্পতিবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর ক্রীড়া প্রতিযোগিতায় একশ’ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম হওয়া মো. আকাশ সৈয়দপুর উপজেলা, নীলফামারী জেলা এবং রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।