বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমির ড্রেন পরিষ্কার করতে গিয়ে পাহাড় ধসে আবু বক্কর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি এলাকায় এঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ফুলতলি পাহাড়ের পাদদেশে নিজের জমিতে কাজ করতে যান আবু বক্কর। এসময় পাহাড়ের পাশে জমির ড্রেনে কাজ করার সময় হঠাৎ পাহাড় ধস হলে তিনি চাপা পড়েন। এসময় আশপাশে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করে। সেখানেই তিনি মারা যান। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান জানান, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।