রংপুর জেলা প্রতিনিধি : রংপুর নগরীর সৌন্দর্য বর্ধনে রোড ডিভাইডারে রঙিন ফুলের চারা রোপণ করা হচ্ছে। ইতোমধ্যে সিটি কর্পোরেশনের সম্মুখ সড়কে গাছ রোপণ শেষ। পুরো সড়কে গাছ রোপণ হলে নগরী হয়ে উঠবে দৃষ্টিনন্দন এমনটাই বলছেন সিটি কর্মকর্তারা।
বিভিন্ন রংয়ের ফুলের গাছ রোপণে অনেকটাই খুশি নগরবাসী। আজ রোববার (৩০ জুন) পুরো কার্যক্রম পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী অফিসার উম্মে ফাতেমা, সিটি কর্পোরেশন সচিব জয়শ্রী রানি রায়, প্রধান সম্পত্তি কর্মকর্তা মৌসুমি আফরিদা উপস্থিত ছিলেন।
রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর নগরীকে গ্রীন ও ক্লিন সিটি তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি। নগরীর বুক চিরে শ্যামাসুন্দরী খালকে দৃষ্টিনন্দন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও যানজট নিরসনে বিকল্প সড়ক ব্যবস্থার কাজ চলমান রয়েছে। পুরো নগরী সাজাতে কিছুটা সময়ের প্রয়োজন সেইসাথে নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।