আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে শ্বশুরের মৃত্যূর কয়েক ঘণ্টা পর অন্তঃসত্ত্বা গৃহবধূ জান্নাতুন আক্তার জুঁই (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে।
জুঁই এর শ্বশুর মির্জা রফিকুল ইসলাম মিঠু হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন শনিবার দুপুরে তার দাফন কাজ সম্পন্ন হয়। এদিকে একইদিন বিকেলে জুঁই শ্বশুরবাড়িতে ঘরের বারান্দার মেঝে পরিষ্কার করার সময় বারান্দায় থাকা ডেকোরেশনের স্ট্যান্ড ফ্যানের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার মির্জাপুর গ্রামের মির্জা রফিকুল ইসলাম মিঠুর (৭০) ছেলে মির্জা আল মামুন বাবুর সাথে প্রায় এক বছর আগে পঞ্চগড় সদর উপজেলার ফুটকিবাড়ী (নতুনবস্তি) গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জান্নতুন আক্তার জুঁই এর পারিবারিক ভাবে বিয়ে হয়। জুঁই প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।