মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের আবু তাহের (৫৫) ও তার ছেলে রাসেল মিয়া (১৭)। বিষয়টি নিশ্চিত করে দলদলিয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলি সরকার জানান, রাসেল মিয়া বাড়ির বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে বাবা আবু তাহের তাকে বাঁচাতে এগিয়ে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।