চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে নামাজে সিজদাহরত অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহাবদ্দিনের (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বারপাড়ায় ঘটনাটি ঘটে। তিনি রসুলপুর দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল রোববার মো. শাহাবদ্দিন মাগরিবের নামাজে সিজদাহরত অবস্থায় মারা যান। এসময় জামান, রবিউল, আমিনুল নামে মুসল্লীরা নামাজ শেষে তাকে বাড়িতে নিয়ে যান। মসজিদের সর্দার আব্দুল হামিদ জানান, তিনি নিয়মিত নামাজ পড়তেন ও পরোপকারী ব্যক্তি ছিলেন
আব্দুলপুর ইউপি ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ময়েন উদ্দিন শাহ জানান, আজ সোমবার (১ জুলাই) বেলা ১১টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।