আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিল নার্সারিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ে২০২৩-২০২৪ অর্থবছরের রাজস্ব খাতের বিল নার্সারি প্রকল্পের আওতায় আজ সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের সিঙ্গিয়া বিলে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির প্রায় ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মো. আনিসুর রহমান, জেলা মৎস্য অফিসার কেএম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার মো. শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা মৎস্য অফিসার সিরাজাম মুনীরা সুমি, অতিরিক্ত কৃষি অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।