ভিডিও

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: জুলাই ০২, ২০২৪, ১০:৫২ রাত
আপডেট: জুলাই ০২, ২০২৪, ১০:৫২ রাত
আমাদেরকে ফলো করুন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হামিদ (৫০) নামে এক ভবন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হামিদ মথরপাড়া গ্রামের মৃত হজো প্রধানের ছেলে।

এলাকাবাসী এবং নিহতের পরিবার জানান, সকালে নিজ গ্রামের জনৈক ব্যক্তির পাকা ভবন নির্মাণ কাজ চলছে। উক্ত নির্মাণাধীন ভবনের ছাদে উঠে কাজ করার সময় ভবনের ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারের সাথে শ্রমিক আব্দুল হামিদের হাতে থাকা বেলচা স্পর্শ হওয়ার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা মমতাজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS