ভিডিও

রংপুর বিভাগে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত

প্রকাশিত: জুলাই ০৩, ২০২৪, ০৪:০২ দুপুর
আপডেট: জুলাই ০৩, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (তৃতীয় ও চতুর্থ ধাপ) রংপুর বিভাগে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠানে রংপুর বিভাগের ১৭টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), মো. আব্দুল বাতেন, বিপিএম (বার) পিপিএম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার), জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. রিয়াজ উদ্দিন। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS