চট্টগ্রাম প্রতিনিধি : আট বছর আগে চট্টগ্রামের রাউজানে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক কবিরাজকে খুনের ঘটনায় চারজনকে মৃত্যুদন্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো- মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, মো. দেলোয়ার হোসেন ও মো. এরশাদ হোসেন। তাদের মধ্যে মো. দেলোয়ার হোসেন ছাড়া বাকিরা পলাতক।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুদীপ চৌধুরী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার আরেক আসামি ইলিয়াস ইলুকে খালাস দিয়েছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, রাউজানের ৫ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামের বাসিন্দা সুলাল চৌধুরী ২০১৬ সালে ২৫ জুন রাতে বাড়ি ফেরার সময় খুন হয়।
মামলায় বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি নাথ বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সুলাল চৌধুরীকে কুপিয়ে খুন করে লাশ ডোবায় ফেলে দেয় আসামিরা৷
মামলার ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দিল আদালত। রায়ে চার আসামিকে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা, এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা এবং অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
৫৫ বছর সুলাল চৌধুরী স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা দিতেন। আজাদী বাজারে অভয়া ঔষধালয় নামে একটি দোকান ছিল তার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।