ভিডিও

এক বাড়ির গর্তেই মিললো অর্ধশতাধিক বিষধর সাপ

প্রকাশিত: জুলাই ০৩, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আপডেট: জুলাই ০৩, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে এক বাড়ি থেকে পাওয়া গেলো ৫০টি বিষধর সাপের বাচ্চা। আজ বুধবার (৩ জুলাই) সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামের আব্দুল মতিনের মাটির ঘর থেকে সাপগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কৃষক আব্দুল মতিন জানান, দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী-সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করে আসছেন। আজ বুধবার (৩ জুলাই) সকালে দরজার পাশে একটি সাপের বাচ্চা দেখতে পান তিনি। সাপটিকে মারতে গেলে গর্তে লুকিয়ে পড়ে। পরে প্রতিবেশী যুবকদের সহযোগিতায় গর্তগুলো খুঁড়ে একের পর এক সাপের বাচ্চা ও বড় সাপ বের হয়।

প্রায় এক ঘন্টা ঘরের বিভিন্ন দেয়াল খুঁড়ে ছোট বড় প্রায় ৫০টি সাপ উদ্ধার করা হয়। সাপগুলো বিষধর হওয়ায় স্থানীয়রা সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলে। স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান জানান, প্রশাসনিকভাবে নিয়মিত তল্লাশি চালিয়ে এলাকায় বসবাসরত বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।

এছাড়াও উদ্ধার হওয়া সাপগুলো বনবিভাগ থেকে সংরক্ষণ করলে স্থানীয়রা আতঙ্কে সাপ মেরে ফেলতে পারবে না।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS