ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই তরুণের পরিচয় মিলেছে।
নিহতরা হলেন- জেলার আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২১) ও একই উপজেলার ধলারচর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাজু শেখ (২২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর সাইনবোর্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত দুই তরুণ মোটরসাইকেলের চালক-আরোহী ছিলেন।
পুলিশ জানায়, উপজেলার বাইখীর সাইনবোর্ড এলাকায় ফরিদপুরগামী মালঞ্চ ক্লাসিক বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।