দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ আজ বুধবার (৩ জুলাই) সকালে তাস দিয়ে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলার গুনাহার ইউনিয়নের ভাতহান্দা গ্রামের পশ্চিম পাশে বাঁশ ঝাড়ের নিচে তাস দিয়ে জুয়া খেলার আসরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার থেকে পাঁচ জন দৌড়ে পালিয়ে গেলেও পুলিশ তিন জুয়াড়িকে গ্রেপ্তার করে।
এরা হলো উপজেলার ভাতহান্দা গ্রামের মৃত হযরতুল্লাহ ফকিরের ছেলে আবু সাইদ (৫৮), ডিমশহর চকরামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হোসেন আলী সরকার (৩৫) ও ডিমশহর ফকিরপাড়ার মোজাফ্ফরের ছেলে রুহেল ফকির (২৪)।
পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে ১ হাজার ২০ টাকা, জুয়া খেলার দুই সেট তাস ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। ওই দিনই তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আজ বুধবার (৩ জুলাই) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।