ভিডিও

পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচার: তিন চাকমা গ্রেফতার

প্রকাশিত: জুলাই ০৪, ২০২৪, ০৬:৪৩ বিকাল
আপডেট: জুলাই ০৪, ২০২৪, ০৬:৪৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচার চক্রের তিন সদস্য সজীব চাকমা, মামিয়া চাকমা এবং জেসি চাকমাকে গ্রেফতার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।

বুধবার (৩ জুলাই) রাতে ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বাঘাইছড়ি থানার ওসি ইসতিয়াক আহমেদ ও ওসি তদন্ত দৌসত মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুন বাঘাইছড়ির কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে (১৭) রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি। পরে নিখোঁজ ডায়েরি করে ভুক্তভোগীর বাবা। ২৬ জুন ঢাকা থেকে এই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই কলেজ ছাত্রী। মামলার পরই বাঘাইছড়ি থানার ওসি তদন্ত দৌসত মোহাম্মদ ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযানে যায়। এ অভিযানে তিনজন চাকমাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS