ভিডিও

বন্ধুকে হত্যায় বন্ধুর মৃত্যুদন্ড

প্রকাশিত: জুলাই ০৪, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট: জুলাই ০৪, ২০২৪, ০৭:৪০ বিকাল
আমাদেরকে ফলো করুন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান বিশু নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতে এই রায় দেন।

দন্ডিত ইমরান ও উত্তম আকাশ দুজন বন্ধু ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার। নিহত উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউমার্কেটে একটি ছাপাখানায় চাকরি করতেন। আর দন্ডিত ২৫ বছরের ইমরান সিংগাইর উপজেলার চর-গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে।

জানা যায়, ২০২০ সালের ১৭ ফেব্রæয়ারি মাদক ব্যবসা ও পাওনা টাকা নিয়ে উত্তম আকাশ আলিফের সঙ্গে ইমরানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তার প্যান্টের বেল্ট খুলে উত্তম আকাশ আলিফের গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর কেরাসিন ঢেলে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। পরদিন ১৮ ফেব্রæয়ারি সকালে সিংগাইরের চর-গোলড়া চকের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে উত্তম আকাশ আলিফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সন্ধ্যায় সিংগাইর থানার এসআই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে মরদেহ শনাক্ত ও আসামি চিহিৃত হয়। তদন্ত শেষে ইমরানকে অভিযুক্ত করে এসআই আনোয়ার হোসেন ২০২০ সালের ৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর পুলিশ গ্রেফতার করে ইমরানকে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS