ভিডিও

হোটেল মালিকের নির্যাতনে শিশু কর্মচারী হাসপাতালে

প্রকাশিত: জুলাই ০৪, ২০২৪, ০৮:২১ রাত
আপডেট: জুলাই ০৪, ২০২৪, ০৮:২১ রাত
আমাদেরকে ফলো করুন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সিরাজদিখানে হোটেল মালিকের নির্যাতনে শিশু কর্মচারী গত কয়েক দিন ধরে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে শিশু ইয়াসিন(৭)। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে। পিতা-মাতা ইয়াসিনকে দাদার কাছে রেখে অন্য জায়গায় চলে গেছেন। অভাবের সংসার। তাই পাশ^বর্তী রাজানগর বাজারে সামান্য বেতনে শিশু ইয়াসিন মিন্টুর হোটেলে কাজ নেয়। গত তিন মাস আগে। তুচ্ছ বিষয় নিয়ে হোটেল মালিক মিন্টু তাকে প্রায় মারধর করতো।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৫ জুন ইয়াসিন রেস্তোয়ারায় কাজ করার সময় হাত থেকে একটি প্লেট পড়ে  গেলে এর জের ধরে রেস্তোয়ারা মালিক মিন্টু শিশুটিকে হাতে পায়ে ও পায়ুপথে গরম ছ্যাকা দিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং দুই দিন দড়ি দিয়ে বেঁধে রাখে।  স্থানীয় এক  মহিলা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

আহত ইয়াসিনের দাদা আব্দুস সাত্তার বলেন, ইয়াসিনের পিতা মাতা তাকে ফেলে চলে যায় অনেক দিন আগে। আমি ওকে লালন পালন করি। কিন্তু অভাবের সংসার বাজারে সবজী বিক্রি করে কোন মতে সংসার চলে আমার। তাই নাতি ইয়াসিনকে মিন্টুর কাছে দিয়ে ছিলাম কাজে। এ কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

শিশু ইয়াছিন বলে, তাঁকে মাঝে মধ্যেই মারধর করতো  হোটেল মালিক মিন্টু। ওই দিন হাত থেকে প্লেট পড়ে গেলে লোহার রড গরম করে শরীর, হাতে পায়ে ছ্যাকা দেয়।

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম বুধবার ইয়াসিনের বিষয় বলেন পুলিশকে জানিয়েছি। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম রয়েছে। শরীরের হাত পা ও পায়ুপথে গরম ছ্যাক দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

 সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম  বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রæত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া  হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS