মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
টঙ্গীবাড়ী থানার ওসি মোল্যা শোয়েব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে পাঁচগাও ওহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন চলছিল। দুপুরে নির্বাচনী ফলাফল প্রকাশের পর এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথাকাটাকাটি হয়। পরে প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে হত্যা করে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।