স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা সোনারপাড়া এলাকায় উসমিতা বেগম (২৪) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়াকে কেন্দ্র বিরোধের জের ধরে স্বামীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেন।
নিহত উসমিতা শাকপালা সোনারপাড়ার আসাদুর রহমানের স্ত্রী। শাজাহানপুর থানার ওসি মো: শহিদুল ইসলাম জানান, আজ শুক্রবার (১২ জুলাই) বেলা ২ টার দিকে উসমিতা বেগম শাকপালায় একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখানে এই অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র উসমিতার সাথে তার স্বামী আসাদুর রহমানের বিরোধ বাধে।
এ ঘটনায় তার স্বামী উসমিতাকে একটি চড় মারেন। এতে স্বামীর ওপর অভিমান করে উসমিতা বাসায় ফিরে আসেন এবং দরজা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এরপর পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে শাজাহানপুর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত উসমিতা দুটি শিশু সন্তান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।