ভিডিও

গাইবান্ধার সাঘাটায় নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৯:২১ রাত
আপডেট: জুলাই ১২, ২০২৪, ০৯:২১ রাত
আমাদেরকে ফলো করুন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় নিখোঁজের ১৬ ঘন্টা পর রিপন (৭) নামের এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘরপুর গ্রামের দুলাল চন্দ্রের ছেলে।

স্থানীয়রা ও পরিবারের লোকজন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রিপন হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন শুক্রবার দুপর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে রিপনের লাশ ভাসতে দেখেতে পায় লোকজন। পরে পরিবারের লোকজন সাঘাটা  থানা  পুলিশকে সংবাদ দিলে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা  হাসপাতালের মর্গে পাঠায়।

এব্যাপারে বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন জানান, সুষ্ঠু তদন্ত করে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা উচিত। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS