পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার ও ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে আজ শুক্রবার (১২ জুলাই) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ে রংপুর থেকে বগুড়াগামী একটি পিকআপ থেকে ২শ’ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- রংপুর সদর উপজেলার নূরপুর গ্রামের হাসান মিয়ার ছেলে পিকআপ চালক মমিন মিয়া (২৯) এবং একই গ্রামের রেজাউল করিমের ছেলে পিকআপ হেলপার রাকিব ইসলাম (৫০)।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।