ভিডিও

বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ১০:৩১ রাত
আপডেট: জুলাই ১৪, ২০২৪, ১২:২৩ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।  আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্বরে বগুড়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষমেলার উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

উদ্বোধন শেষে শহীদ টিটু মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতলুবর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।

মেলায় স্থাপিত ৩৯টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন জাতের চারা প্রদর্শনী হচ্ছে। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত । 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS