নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজা উদ্ধারসহ মানিক মিয়া (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার বিকেলে উপজেলার কুশদহ ইউনিয়নের ঠেকারহাট (খালিপপুর) গ্রামে তারা ওই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত মানিক মিয়া ওই গ্রামের আব্দুল বাকির ছেলে।
এ ব্যাপারে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক হাসিবুল হাসান বাদি হয়ে ওই দিনই নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়েরসহ গ্রেপ্তারকৃত মানিক মিয়াকে পুলিশের হেফাজতে রেখে যান।
আজ রোববার (১৪ জুলাই) তাকে থানা থেকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের একজন অফিসার মামলাটি তদন্ত করবেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।