ভিডিও

নাটোরের গুরুদাসপুরে পুকুর খননে বাধা দেওয়ায় কুপিয়ে জখম

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৫:২৩ বিকাল
আপডেট: জুলাই ১৫, ২০২৪, ০৫:২৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে কৃষি জমিতে জোরপূর্বক পুকুর খননে বাধা দেওয়ায় আব্দুল মজিদ মন্ডল (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামে এঘটনা ঘটে।

এ ঘটনায় আজ সোমবার (১৫ জুলাই) প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক (৬৫), বকুল মন্ডল (৩৯), আব্দুল গফুর (৪২), গোলাম মোস্তফা (৪৫), শিবলু মন্ডল (২০), শিশিরকে (২২) অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। আহত আব্দুল মজিদের ছেলে মুনছুর রহমান বাদি হয়ে অভিযোগটি দায়ের করেন। গুরুদাসপুর থানা পুলিশ তথ্যটি নিশ্চিত করেছেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আরিফিন জানান, ধারাল অস্ত্রের কোপে মজিদের মাথা জখম হয়েছে। সাতটি সেলাই দেওয়া হয়েছে। বাম হাত ভেঙে গেছে। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা গেছে, আহত মজিদ মন্ডলের বাড়ির অদূরে ১৯ কাঠা জমি রয়েছে। পাশের কৃষি জমিতে প্রতিপক্ষ একটি পুকুর খনন করছিলেন। এক পর্যায়ে মজিদের জমিতে জোরপূর্বক পুকুর খনন শুরু করেন প্রতিপক্ষের লোকজন। বাধা দিতে গেলে প্রতিপক্ষ চাইনিজ কুড়াল দিয়ে মজিদকে কুপিয়ে জখম করে। এতে আহত হন মজিদ মন্ডল। প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন অভিযোগ পাওয়ার তথ্যটি নিশ্চিত করে বলেন, তদন্ত করে অভিযোগটি আমলে নেওয়া হবে। একই সাথে বাদির নিরাপত্তায় পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ নিবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS