ভিডিও

খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০১:৪৬ দুপুর
আপডেট: জুলাই ২৭, ২০২৪, ০১:৪৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

খাগড়াছড়ির দীঘিনালায় জুনেল চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২৭ জুলাই) ভোরে উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।

জুনেল চাকমা ইউপিডিএফের প্রসিত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুবফোরাম থেকে ইউপিডিএফের সঙ্গে যুক্ত হন। হত্যাকাণ্ডের সময় জুনেল কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন।

দীঘিনালা থানার ওসি নুরুল হক জানান, হত্যার খবর শুনে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আনার পর বিস্তারিত বলা যাবে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতি (এমএন লারমা) ও নব্যমুখোশধারীদের দায়ী করে হত্যার বিচার দাবি করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS