ভিডিও

বগুড়া’র কাহালুতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৯:২৩ রাত
আপডেট: জুলাই ২৮, ২০২৪, ০৯:২৩ রাত
আমাদেরকে ফলো করুন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া’র কাহালুতে পূর্ব শত্রুতর জেরে পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির  মাছ নিধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে উপজেলার মুরইল ইউনিয়নের ডোমর গ্রামের মাছ চাষী আব্দুল আদিল খাঁনের (৪৫) লিজ নেয়া পুকুরে।

ওই পুকুরে বিষ প্রয়োগ করা হলে রুই, কাতলা, মৃগেল, পাবদা, সিলভারকার্প, গলসাসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়।

এ বিষয়ে আব্দুল আদিল খাঁন আজ রোববার (২৮ জুলাই) কয়েক জনের নাম উল্লেখ করে কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেন এতে তার প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে। ইতিপূর্বে আরও ৩ বার তার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS