নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
নবাবগঞ্জ থানার এসআই মহুবার রহমান জানান, গতকাল রোববার দুপুরে উপজেলার ভাদুরিয়া বাজারের দক্ষিণ পার্শ্বে দাউদপুর সড়কে একটি মোটরসাইকেলে ট্যাপেন্টাডল ট্যাবলেট বহন করে নিয়ে যাওয়ার সময় ২২ পিস ট্যান্টোডলডল ট্যাবলেট উদ্ধারসহ উপজেলার দাউদপুর কলেজপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলামকে (৩২) এবং তার সহযোগী মোটরসাইকেল চালক দাউদপুর গ্রামের মৃত আব্দুস সাদেকের ছেলে রাশেদুজ্জামানকে (৩৬) আটক করা হয়।
এ ব্যাপারে তিনি নিজে বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।