সুজানগর (পাবনা) প্রতিনিধি : পানির অভাবে পাট পচানো নিয়ে বিপাকে পড়েছেন পাবনার সুজানগরের পাট চাষীরা। আষাঢ় শেষে শ্রাবণ মাস আসলেও উপজেলায় তেমন বৃষ্টিপাতের দেখা নেই। বৃষ্টি না হওয়ায় উপজেলার অধিকাংশ খাল-বিল, ডোবা এবং জলাশয়ে তেমন পানি নেই। যেটুকু পানি আছে তা পাট পচানের জন্য যথেষ্ট নয়। ফলে বৃষ্টির আশায় পাট কেটে স্তুপ করে রেখেছেন চাষিরা।
এরমধ্যে অনেকে আবার পাট পচানোর উপযুক্ত সময় পেরিয়ে যাওয়ায় ডোবা, খাল-বিল ও জলাশয়ের অল্প পানিতেই পাট পচাচ্ছেন। তবে এতে পাটের রং ভাল না হওয়ায় দামও ভাল পাওয়া যাবেনা বলে আশঙ্কা পাট চাষীদের।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় খাল-বিল ও জলাশয়ে পাট পচানোর মতো পর্যাপ্ত পানি নেই। তবে পাট চাষিরা অল্প পানিতেই কৌশল করে পাট পচাচ্ছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।