দিনাজপুর প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় দিনাজপুরে ২৪ ঘন্টায় জামায়াত ও বিএনপি’র আরও ৩ জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দিনাজপুরে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে।
গত ২৪ ঘন্টায় গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুর জেলা জামায়াতে ইসলামের অর্থ সম্পাদক মমতাজুল ইসলাম মমতাজ (৫৫), জেলা বিএনপি’র সদস্য খায়রুল ইসলাম (৪৪) ও বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল ইসলাম (৪০)।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল বলেন, গ্রেপ্তারকৃত ৩ জনকে আজ সোমবার (২৯ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।