ভিডিও

নওগাঁর রাণীনগরে চলছে বজ্রপাত নিরোধক তালগাছ রোপণ

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ১০:৫৫ রাত
আপডেট: জুলাই ২৯, ২০২৪, ১০:৫৫ রাত
আমাদেরকে ফলো করুন

নওগাঁ প্রতিনিধি : দেশ থেকে আশঙ্কাজনকহারে তালগাছের হারিয়ে যাওয়া প্রতিরোধ করতেই বেশ কয়েকবছর ধরে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে তালবীজ-তালগাছ রোপণের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোপণ করা হচ্ছে তালগাছ।

সম্প্রতি রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ঝালঘড়িয়া-চকপারইল গ্রামীণ ১কিলোমিটার সড়কের পাশ দিয়ে কৃষি বিভাগের বাস্তবায়নে ৪শ' তালগাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তালগাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাহিদ সরদার।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, কৃষি কর্মকর্তা ফারজানা হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, পারইল ইউপি চেয়ারম্যান মাস্টার জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS