ভিডিও

মোহাম্মদপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ১২:৩৩ দুপুর
আপডেট: জুলাই ৩০, ২০২৪, ০৬:১৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকের মৃত ঘোষণা করেন।

নিহতের নাম কামাল হোসেন (৩৬)। নিহত কামাল ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

একই ওয়ার্ডের যুবলীগ কর্মী অভি জানান, কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে পথচারী ও স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের চিহ্নিত করার চেষ্টা করছে। 

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS