ভিডিও

শামীম ওসমানের দেশত্যাগের গুঞ্জন, ছেলে বললেন গুজবে কান দেবেন না

প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট: আগস্ট ০৩, ২০২৪, ০৪:৩৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশ। চলমান পরিস্থিতিতে গুঞ্জন ওঠে, সপরিবারে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। 

 তবে গুঞ্জনের পালে হাওয়া লাগার আগেই ভিডিওবার্তা নিয়ে হাজির হয়েছেন তার একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়ন। ভিডিও বার্তায় তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘এইটা যদি থাইল্যান্ড হয়, তা হলে ঢাকা কোথায়?’ 

শনিবার (৩ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে ভিডিওটি আপলোড করেন অয়ন ওসমান। শুরুতেই তিনি সবাইকে সালাম ও শুভ সকাল জানান। এরপর বলেন, ‘আমি শুধু একটি কথাই জানতে চাই। এইটা যদি থাইল্যান্ড হয়, তা হলে ঢাকা কোথায়?’ এরপর তিনি আশেপাশের ভবনগুলো ক্যামেরায় দেখান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS