সরকার পতনের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর ১০ থেকে ২ নম্বর পর্যন্ত সড়কে জড়ো হচ্ছেন একে একে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের হাজারো নেতাকর্মী।
আজ রবিবার (৪ আগস্ট) মিরপুরের রাস্তাঘাট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১ ও ১২ নম্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে, এক দফা দাবিতে আজ কোটা বিরোধীদের অসহযোগ আন্দোলন হওয়ার কথা। তবে সকাল থেকে রাজধানীর মিরপুরে দেখা মেলেনি কোটা আন্দোলনারীদের।সরেজমিনে দেখা যায়, মিরপুরের প্রত্যেক গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
মিরপুর-১০ নম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনটির নেতাকর্মীরা গোল চত্বরে অবস্থান নিয়েছেন। যুবলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও মিরপুর-১০ নম্বরের দখল নিয়েছেন।
সড়কে যানবাহন না থাকলেও মোটরসাইকেল, রিকশা, সিএনজি ও লেগুনা চলাচল করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।