বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও সরকারের পদত্যাগের এক দফা কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের সাতমাথাসহ বিভিন্ন স্থান অবরোধ করে আন্দোলনকারীরা।
বেলা ১১ টার পরপর সাতমাথা দখলে নেয় আন্দোলনকারীরা। এসময় সেখানে আওয়ামীলীগের নেতা- কর্মীদের দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, আবারো আন্দোলনকারীরা সাতমাথায় অবস্থান করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।এসময় পালিয়ে যায় আওয়ামীলীগের কর্মীরা। তখন বিভিন্ন শ্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা রাস্তার মাঝে আগুন ধরিয়ে দেয় এবং আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে।
এসময় পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে ছাত্রজনতা। এভাবে পুলিশ ও আন্দোলনকারীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় আহত হন প্রায় অর্ধশতাধিক আন্দোলনকারী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।