ভিডিও

ঢামেকে ৫ জনের মরদেহ, গুলিবিদ্ধ আরও ১১১ জন ভর্তি

প্রকাশিত: আগস্ট ০৪, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আপডেট: আগস্ট ০৪, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:   সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত পাঁচজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব মরদেহ আনা হয়।  এছাড়াও গুলিবিদ্ধ অবস্থায়  ভর্তি হয়েছেন আরও একশত এগারোজন। 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকী (২৩), ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিত উদ্দিন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী তোহিদুল ইসলাম। এছাড়া বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত রমিজ ও তোহিদুল ফার্মগেটে মেট্রোরেলের নিচে গুলিবিদ্ধ হন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর শাহবাগ, শনির আখড়া, নয়াবাজার, ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, পল্টন, প্রেসক্লাব এবং মুন্সীগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ১১১ জনকে এখানে আনা হয়। এর মধ্যে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS