স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিক্ষোভকারীদের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ফ্রান্সের এক টুরিস্ট। আজ রোববার (৪ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাকে পুলিশ সন্দেহে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে ঘিরে ফেলে এবং মারপিট করতে উদ্যেত হলে কয়েকজন শিক্ষার্থী তাকে বগুড়া প্রেসক্লাবের দিকে নিয়ে আসে।
পরে সাংবাদিকরা তাকে নিয়ে প্রেসক্লাবের ভিতর যান। এরপরও কয়েকজন বিক্ষোভকারী ওই টুরিস্টকে বের করে দেওয়ার জন্য চাপ দেয়। কিন্তু প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়নসহ অন্যরা তাকে বের না করে তাকে আশ্রয় দেয় এবং নির্ভয় দেন।
পরে ফ্রান্সের নাগরিক আমরীন ড্যানিয়েল প্রেসক্লাবে বিশ্রাম করেন। তাকে দুপুরে খাবার দেওয়া হয়। ওই টুরিস্ট বগুড়ার মহাস্থানগড় দেখতে বগুড়া এসেছিলেন। ক্লাব সভাপতি ওই বিদেশী নাগরিকের ব্যাপারে বগুড়ার জেলা প্রশাসককে অবগত করেন এবং তাকে নিরাপত্তাসহ যথাযথস্থানে পৌছে দেওয়ার আহবান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।