ভিডিও

আজ ঢামেকে লাশ এসেছে ৪১ , গুলিতে আহত ৩৭৬জন

প্রকাশিত: আগস্ট ০৫, ২০২৪, ১০:৪৭ রাত
আপডেট: আগস্ট ০৫, ২০২৪, ১০:৪৭ রাত
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসেছে ৪১টি লাশ।

এরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় গুলিতে নিহত।

সোমবার (৫আগষ্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত গুলিতে নিহত ৪১জনকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়।

অধিকাংশ মৃতদেহ দুপুরের পরে যাত্রাবাড়ী এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। এছাড়া রাজধানীর আশেপাশে থেকেও দুই একজনের মৃত নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ৪১ লাশ হাসপাতালের আসার বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, নিহতদের মধ্যে অনেকের নাম এখনো জানা যায়নি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকেট কাউন্টারে দায়িত্বরত তরিকুল ইসলাম জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে চিকিৎসার জন্য ৩৭৬ জনকে টিকিট দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫১ জনকে চিকিৎসক ভর্তি দিয়েছে তাদের জন্য আলাদা ভর্তি ফাইল তৈরি করা হয়েছে। আহতরা অধিকাংশ গুলিতেই আহত।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS