গাজীপুরে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। এতে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই কারখানার শ্রমিকরা নিজেদের কর্মস্থলে যায়। তবে এখনও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে।
কারখানা কর্তৃপক্ষ যে যার মতো করে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। নিজেদের কর্মস্থলে ফিরতে পেরে খুশি পোশাক শ্রমিকরা। যথাসময়ে শিপমেন্টের জন্য কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা জরুরি ছিল বলে জানান কারখানা কর্তৃপক্ষ।
জানা গেছে, গাজীপুরের ২ হাজারের অধীক পোশাক কারখানা রয়েছে। এসবের মধ্যে অধিকাংশ কারখানা আজ খুলে দিয়েছে। তবে যেগুলো উৎপাদন শুরু হয়নি সেগুলোতেও অফিশিয়াল কাজ চলছে। ধারণা করা হচ্ছে, আগামীকালের মধ্যে সব কারখানায় উৎপাদন শুরু হবে।
শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানা খুলেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।