সোনাতলা ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলার বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ থেকে আজ বুধবার (৭ আগস্ট) সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মালামালের মধ্যে রয়েছে-সরকারি ও এক্সিম ব্যাংকের কম্বল, স্প্রে মেশিন ও ফার্স্ট এইডবক্স। এ বিষয়ে অত্র কলেজের অফিস সহকারী মো. লিটু বলেন. সম্প্রতি এডিবি’র অর্থায়নে মালামালগুলো কেনা হয়েছিল। তালিকাভুক্তদের অনেকেই না আসায় তাদের মালামালগুলো মহিলা কলেজে রাখা হয়। উদ্ধারকৃত মালামালগুলো পৌরসভার গুদামে রাখা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।