মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামুন (২৩) ও রাব্বি (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। এই সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে উল্লাপাড়া বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে আমিনুল ইসলাম ও বাবলু গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে বাজারের দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী আসলেও সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষের এক পর্যায়ে ইউসিবি ব্যাংক উল্লাপাড়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।