ভিডিও

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ০৭, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আপডেট: আগস্ট ০৭, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকত হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলারপূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ব্রাহ্মনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকত হোসেন ও-ই এলাকার কামাল হোসেন মাঝির ছেলে। 

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ওসমান গনি জানান, বিকালে বাড়ির পার্শ্ববর্তী দোকানে গানের সাউন্ডবক্সে বিদ্যুৎ সংযোগ দিতে খুঁটির ১১ হাজার ভোল্টের লাইনে তার ছুঁড়ে দেয় সে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় তরিকত। রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলেও তিনি জানান।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS