ভিডিও

জামালপুর কারাগারে বিদ্রোহ নিয়ন্ত্রণ করলো সেনাবাহিনী 

প্রকাশিত: আগস্ট ০৮, ২০২৪, ০৬:৪৯ বিকাল
আপডেট: আগস্ট ০৮, ২০২৪, ০৬:৪৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: জামালপুর জেলা কারাগারের বন্দিরা পালানোর চেষ্টার পাশাপাশি কারাগারের ভেতরে আগুন ধরিয়ে দেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর থেকে কারাগারের ভেতর বিদ্রোহ শুরু করেন তারা। এসময় গুলির শব্দ শোনা যায়।


কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের বিক্ষোভের খবর জামালপুর জেলা কারাগারের বন্দিরা পান। এরপর থেকে তারাও বিক্ষোভ শুরু করেন। এরইমধ্যে ছাত্র ও রাজনৈতিক মামলার জামিনপ্রাপ্ত আসামিদের বৃহস্পতিবার মুক্তি দিলে সেখানে থাকা বন্দিরাও মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হয়। পরে ভেতরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS